হুতি বিদ্রোহীরা সীমা লঙ্ঘন করলে ইয়েমেনে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১২ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি।
ব্রিফিংয়ে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দেন। তিনি বলেন, হামলা অব্যাহত রাখলে হুতিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। অভিযানে কোনো বেসামরিকের প্রাণ যায়নি বলেও জানান তিনি।
এ সময়, ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তা বন্ধে ইরানকেও সতর্ক করেন বাইডেন। বলেন, তেহরান কোনোভাবেই চাইবে না ওয়াশিংটনের সাথে যুদ্ধে জড়াতে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, হুতিরা যদি হামলা অব্যাহত রাখে তাহলে আমরাও অভিযান চালিয়ে যাবো। এ লক্ষেই আমরা সামরিক জোটটি করেছি। আর আমরাও আশা করছি ইরানও নিশ্চয়ই আমাদের সাথে কোনো লড়াই চায় না।
/এমএইচ
Leave a reply