কর ফাঁকির মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বাইডেন পুত্র হান্টার

|

ফেডারেল আদালতে হান্টার বাইডেন। ছবি: এবিসি নিউজ।

কর ফাঁকির মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে তিনি এই দাবি করেন। হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ১৪ লাখ ডলার কর ফাঁকি দিয়েছেন তিনি।

এছাড়া মাদক, পতিতা এবং অন্যান্য দামি জিনিসপত্রে মিলিয়ন ডলার খরচ করেছেন তিনি। অভিযোগ প্রমাণ হলে বাইডেনের ছেলের ১৭ বছরের জেল হতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হান্টার বাইডেন। আদালতকে তিনি বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply