কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৩৪

|

লাতিন দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৪ জন। মর্মান্তিক এই ঘটনায় গুরুতর আহত আরও অন্তত ১৮ জন। মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। ভূমিধসের ঘটনায় দেশটির মেডেলিন ও কুইবদো শহরের সংযোগ রাস্তাটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

দেশটির গণমাধ্যম বলছে, আদিবাসী অধ্যুষিত পাহাড়ি অঞ্চলটিতে শুক্রবার কয়েক দফা ভূমিধস হয়। এতে ঘরবাড়িসহ চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, ভূমিধসের প্রবলতা দেখে ধসের সময় রাস্তায় থাকা অনেকে পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেন। তবে সেই ভবনটিও চাপা পরে মাটির নিচে।

ভয়াবহ এই দুর্যোগে বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস এবং গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। ভূমিধসের ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মেদেলিন ও কুইবদো শহরকে যুক্ত করা সড়কটি। বন্ধ রাখা হয়েছে সেটি।

এছাড়া সড়কে কাদামাটির পুরু আস্তরণ পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply