পঞ্চগড় প্রতিনিধি:
কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও তীব্র শীতে পঞ্চগড় জেলাজুড়ে গত কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগেও একই ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্।
জানা যায়, সন্ধ্যার পরপরই ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে এলাকা। সামান্য দূরের বস্তুকে দেখা যায় না কুয়াশার জন্য। মধ্যরাত থেকে শুরু হচ্ছে বৃষ্টির মতো ঘনকুয়াশা ঝরা। সঙ্গে থাকছে উত্তরের হিম বাতাসের কারণে তীব্র শীত। সারাদিন সূর্যের দেখা না মিললেও হিম বাতাসের জন্য তীব্র শীত অনুভূত হচ্ছিল।
তবে ঘনকুয়াশার জন্য সড়ক ও মহাসড়কে চলাচল যানবাহনকে সকাল ১০টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হয়েছে। ঘনকুয়াশা আর হিম বাতাসের জন্য কাজ করতে পারছেন না দিনমজুর ও ক্ষেতমজুররা। কেউ কেউ জীবিকার তাগিদে মাঠেঘাটে গেলেও কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন।
উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা থাকায় শীতে কাবু হয়ে পড়ছে উত্তরের এই জনপদের মানুষ। ভ্যান চালক আজবাহার আলী জানান, এই কনকনে হিম শীতল ঠান্ডা আর ঘন কুয়াশার মধ্যে বেশিক্ষণ ভ্যান নিয়ে রাস্তায় থাকা যাচ্ছে না। আর রাস্তায় ভ্যান নিয়ে থাকলেও যাত্রী মিলছে না। এ কারণে সকাল সকাল রাস্তায় না এসে সকাল ১০টার পর আসতে হচ্ছে। এতে রোজগার একেবারেই কমে গেছে।
ব্যাটারিচালিত অটোচালক শহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর হিম বাতাসের কারণে ভাড়া তেমন পাওয়া যাচ্ছে না। তবে কিছু ভাড়া পাওয়া গেলেও কুয়াশার জন্য অত্যন্ত সাবধানে ধীরগতিতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এতে জ্বালানি তেল বেশি খরচ হচ্ছে।
এদিকে, হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস ও শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ জানান, আজ রোববার(১৪ জানুয়ারী) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরো কমতে পারে। জানুয়ারি মাসজুড়ে এই এলাকায় একই রকম আবহাওয়া থাকতে পারে বলে জানান তিনি।
/এমএইচ
Leave a reply