তানজানিয়ায় স্বর্ণের খনি ধসে ২২ জনের মৃত্যু

|

ছবি: এএফপি

তানজানিয়ায় সোনার খনি ধসে প্রায় ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ভারি বর্ষণের কারণে দুর্ঘটনাটি ঘটে। রোববার (১৪ জানুয়ারি) এমনটা জানিয়েছে রয়টার্স ও ভয়েস অব আমেরিকা।

দক্ষিণ আফ্রিকা, ঘানা ও মালির পর আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ তানজানিয়া। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় শনিবার (১৩ জানুয়ারি) ভোরে সিমিউ অঞ্চলে বেআইনি এই স্বর্ণের খনির খনন কাজ শুরু করা হয়। ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক এ খননকাজে যুক্ত ছিলেন। ভারি বর্ষণের কারণে খনিতে আটকা পড়েন তারা। পরে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওই এলাকার জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা।

তিনি আরও জানান, সরকার শারীরিক, পরিবেশগত সুরক্ষা ও পদ্ধতি অনুমোদন করার আগেই আদেশ অমান্য করে দলটি খননকাজ শুরু করেছিল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply