ভাষা সংগ্রামী মহিউদ্দিন আহমেদের ৯৯তম জন্মজয়ন্তী

|

আজ সোমবার (১৫ জানুয়ারি) ভাষা সংগ্রামী মহিউদ্দিন আহমেদের ৯৯তম জন্মজয়ন্তী। ১৯২৫ সালের এই দিনে বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি।  

মহিউদ্দিন আহমেদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের সংগঠক। দিনটিকে উপলক্ষ্য করে মহিউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা ও মঠবাড়িয়ায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।

সোমবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া, এই ভাষা সৈনিকের স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা ও স্মৃতি সভা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় নেতৃবৃন্দ, মহিউদ্দিন আহমেদের সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন।

উল্লেখ্য, মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মঠবাড়িয়া থেকে এমএলএ এবং ১৯৭৩, ১৯৭৯ ও ১৯৯১ সালে এমপি নির্বাচিত হন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply