ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই বৈঠক করছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। শুক্রবার (১৯ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, বুধবার দেশটিতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। হামলার জবাবে ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালায় পাকিস্তান। হামলার পর যুক্তরাষ্ট্রসহ চীন ও ভারত বিবৃতিতে তাদের প্রতিক্রিয়া জানায়।
এ ঘটনায় জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই সংযমের আহ্বান জানিয়েছে। অন্যদিকে চীন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।
হামলার দিন পাকিস্তানের কেয়ার টেকার সরকারের প্রধান আনওয়ারুল হক কাকার ও পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি দেশের বাইরে থাকায় তারাও তাৎক্ষনিক দেশে ফিরে আসেন।
এটিএম/
Leave a reply