জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করে, আর সরকার বিভক্ত করছে: ড. মঈন খান

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আর বর্তমান সরকার একটি ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, বাংলাদেশ আজ যে অবস্থায় উপনীত হয়েছে তার জন্য জিয়াউর রহমান দেশ গঠন করেননি। দেশকে গণতন্ত্রহীনতার হাত থেকে বাঁচানোর গুরুদায়িত্ব বিএনপির ওপর অর্পিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষ প্রহসনের নির্বাচন থেকে বিরত ছিল। কারণ, তারা বিএনপির ওপর আস্থা রাখে।

এর আগে, আজ সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ড. মঈন খান বলেন, সরকার দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায়। সরকারের স্বৈরশাসন জনগণ পছন্দ করে না।

তিরি আরও বলেন, বাংলাদেশ একদলীয় শাসকের কবলে। সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষই এটা বলছে। বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply