পাবনায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

|

পাবনা করেসপনডেন্ট:

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

শনিবার (২০ জানুয়ারি) উপজেলার পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ স্যানাল।

নিহতরা হলেন, নাছিম (৪৫) ও অমিত কুন্ডু (৪০)। এদের মধ্যে নাছিম ঈশ্বরদী উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে ও অমিত কুন্ডু পাবনা শহরের রাধানগর মজুমদার পাড়ার সুব্রত কুমার কুন্ডুর ছেলে। এছাড়া আহতরা হলেন, আতিয়ার (৩৩), আমিনুল ইসলাম (৪৪) ও আব্দুল কাদের (৩৫)।

পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ স্যানাল জানান, সকালে পাবনা থেকে একটি মাইক্রোবাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাইক্রোবাসটি পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচজন যাত্রী আহত হয়।

পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় তাদের মধ্য থেকে নাছিম ও অমিত কুন্ডুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া, বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি আশীষ স্যানাল।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply