পুলিশের গুলিতে এক বেসামরিকের মৃত্যুতে প্রতিবাদে উত্তাল মেক্সিকোর একটি শহর। শনিবার (২০ জানুয়ারি) জোরালো বিক্ষোভের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতারা। খবর এপির।
দেশটির লেরদো দে তেজাদা এলাকায় ঘটে এ ঘটনা। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকেই চলছে বিক্ষোভকারীদের তাণ্ডব। এ ঘটনায় তদন্ত চলছে চার স্থানীয় পুলিশ কর্মকর্তার বিষয়ে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ২৭ বছর বয়সী ব্র্যান্ডন অ্যারেল্লানো নামের এক যুবককে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শহরবাসী। ঘটনাস্থলে প্রথমে আন্দোলন শুরু হলেও পরে সেটি রুপ নেয় সহিংসতায়। এসময় পুলিশের সাথেও মারামারিতে জড়ায় বিক্ষোভকারীরা।
তথ্য অনুসারে, চেক পয়েন্টে পুলিশ ঐ যুবককে গাড়ি থামানোর নির্দেশ দিলেও তা অমান্য করেন তিনি। পরে তাকে লক্ষ্য করে চালানো হয় গুলি। ঘটনাস্থলেই প্রাণ হারায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী যুবকটি।
/এএম
Leave a reply