চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। সাথে রয়েছে হিম বাতাস আর ঘন কুয়াশার দাপট।
তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেখা গেছে। স্কুল চলছে আগের নিয়মেই।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে জানা গেছে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও বন্ধ ঘোষণা করা হয়নি মাধ্যমিক বিদ্যালয়গুলো। জেলার মাধ্যমিকের সকল প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা যায়। অপরদিকে, প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ বন্ধ থাকলেও কিছু কিছু বিদ্যালয় খোলা ছিল। তবে শিক্ষার্থী উপস্থিতি তুলনামূলক কম দেখা গিয়েছে।
শিক্ষকরা বলছেন, সরকারি নির্দেশনায় ১০ ডিগ্রির নিচে থাকলে স্কুল বন্ধ থাকার কথা থাকলেও চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন কিংবা জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে কোন নির্দেশনা না আসায় স্কুল খোলা রাখা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, জেলায় সব মাধ্যমিক বিদ্যালয় খোলা রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকলেও সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
/এএস
Leave a reply