দোনেৎস্কে ভয়াবহ বিস্ফোরণে ২৭ প্রাণহানি

|

ছবি: রয়টার্স

মস্কো নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। রোববারের (২১ জানুয়ারি) এ ঘটনায় বিধ্বস্ত হয়েছে অনেক দোকানপাট। খবর রয়টার্সের।

হামলায় অভিযোগে পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

একইদিন ইউক্রেনের বেশ কয়েকটি মিসাইল প্রতিহতের দাবি করেছে মস্কো। তারা বলছে, অন্তত ১৩টি স্থানে ঠেকানো হয়েছে কিয়েভের হামলা। এদিকে, কিয়েভের পক্ষ থেকেও জানানো হয়েছে, রাশিয়ার কমান্ড পোস্ট ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে টার্গেট করে হামলা চালানোর বিষয়ে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, রোববার ৯টি অঞ্চলে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এর মধ্যে আভদিভকা, বাখমুত, মারিয়াঙ্কা ও কুপিয়ানস্কে বড় ধরনের লড়াই হয়েছে।

এদিকে, গত শনিবার (২০ জানুয়ারি) খারকিভের একটি গ্রাম দখলের দাবি করে রাশিয়া। ইউক্রেন সেনা প্রত্যাহারের কথা স্বীকার করলেও অঞ্চলটি সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বলে জানায়।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply