রাম মন্দির উদ্বোধনের দিনে মমতার ‘সম্প্রীতি র‍্যালি’

|

সংহতি মিছিলে মমতা। ছবি: ফেসবুক

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনে কলকাতায় হয়েছে ‘সম্প্রীতি র‍্যালি’। সোমবার (২২ জানুয়ারি) পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে হয় এই র‍্যালি। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিন দুপুরে কালীঘাট থেকে শুরু হয় এই সম্প্রীতি যাত্রার। শেষ হয় ধর্মতলা এসে। পথে একাধিক মন্দির, মসজিদ, দরগা ও গির্জায় আলাদা আলাদাভাবে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এই সম্প্রীতি যাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। সর্বধর্ম সমন্বয়ে প্রার্থনা সম্প্রীতি যাত্রার শেষে। বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী নেতাকর্মীদের পাশাপাশি অরাজনৈতিক ব্যক্তিত্বরাও শামিল হন এই সম্প্রীতি যাত্রায়।

প্রসঙ্গত, আজ সোমবার (২২ জানুয়ারি) ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অনুষ্ঠিত হয়েছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। ‘প্রাণ প্রতিষ্ঠা’ নামের এই অনুষ্ঠান উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিপ্রেক্ষিতে কলকাতায় ‘সংহতি মিছিল’-এর ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply