হামাসের গেরিলা হামলায় ২৪ ইসরায়েলি সেনার মৃত্যু

|

হামাসের গেরিলা যুদ্ধের মুখে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ২৪ ইসরায়েলি সেনা। গাজা উপত্যকায় স্থলাভিযান শুরুর পর এটাই একদিনে ইসরায়েলের সর্বোচ্চ প্রাণহানি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ খবর জানিয়েছে আল জাজিরা ও হারেৎজ।

নিয়মিত সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন প্রতিরক্ষা দফতর আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি জানান, বাফার জোন লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস যোদ্ধারা। তাতে দ্বিতল ভবন ধসে একইস্থানে প্রাণ হারান ২১ সেনা সদস্য। তারা সবাই রির্জাভ বাহিনীর হয়ে লড়াই করছিলেন গাজা উপত্যকায়।

একইদিন পৃথক হামলায় প্রাণ গেছে আরও ৩ ইসরায়েলি সেনার। এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি বলেন, মৃত্যুর তালিকায় বাড়ছে বীর সেনানিদের নাম। যার ফলে অসহনীয় পরিস্থিতির দিকে এগোচ্ছে যুদ্ধ।

উল্লেখ্য, উপত্যকায় স্থলাভিযান শুরুর পর ২শ’ ছাড়ালো ইসরায়েলি সেনাদের প্রাণহানির সংখ্যা। বর্তমানে খান ইউনিস এলাকা নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসনের মূল টার্গেট। ধারণা করা হয়, সেখানে আত্মগোপনে রয়েছেন হামাসের সামরিক কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply