সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কয়েক স্থানে বৃষ্টির সম্ভাবনা

|

ফাইল ছবি।

গেলো কয়েকদিন ধরেই এক অঙ্কের ঘরে উত্তর ও পশ্চিমাঞ্চলীয় কয়েক জেলার তাপমাত্রা। উঠা-নামা করছে পারদ। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও।

বুধবার (২৪ জানুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উত্তরের এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও, নওগাঁ, পঞ্চগড়, কড়িগ্রাম ও কিশোরগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতে ভোগান্তিতে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষরা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। এদিকে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় বেশিরভাগ জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বেশ কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও দু-একদিনের মধ্যে তা আবার কমার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply