হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র

|

সানার কাছে হুতিদের সামরিক সাইটগুলোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার বিরুদ্ধে সমাবেশ করেছে হুতি যোদ্ধারা। ১৪ জানুয়ারির ছবি।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আবারও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় অন্তত দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যেগুলো লোহিত সাগরে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিলো। জানিয়েছে অনলাইনভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বুধবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর আগে, সোমবার (২১ জানুয়ারি) রাতেও ইয়েমেনের বিদ্রোহীদের অন্তত ৮টি স্থানে হামলা চালানো হয়। সে হামলার প্রধান টার্গেট ছিলো হুতিদের রাডার সিস্টেম।

নিয়মিত বিরতিতেই হুতিদের ওপর হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন নৌ টাস্কফোর্স। যদিও এসব হামলায় থামছে না হুতিরা। তাদের হুঁশিয়ারি, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে হামলা বন্ধ করবে না গোষ্ঠীটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply