ধাপ্পাবাজির মাধ্যমে স্বার্থন্বেষী মহল কাভানেকে সরাতে চেয়েছিলো: ট্রাম্প

|

এবার হোয়াইট হাউজে শপথ নিলেন বিতর্কিত মার্কিন সহযোগী বিচারপতি ব্রেট কাভানে। এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ধাপ্পাবাজির মাধ্যমে স্বার্থান্বেষী একটি মহল বিচারপতি পদে মনোনীত কাভানেকে সরাতে চেয়েছিলো। তাই, তাকে হেনস্তা করার সব প্রচেষ্টা চালানো হয়েছে।

ট্রাম্প আরো বলেন, একাধিক যৌন হয়রানির অভিযোগ তুলে কাভানে এবং তার পরিবারের ধৈর্য্য পরীক্ষা নেয়া হয়। এধরণের সংকট সৃষ্টি হওয়ার জন্যে প্রেসিডেন্ট ক্ষমাপ্রার্থণা করেন। তিনি বলেন, এফবিআই’র তদন্ত প্রতিবেদনে নিদোর্ষ প্রমাণিত হয়েছেন কাভানে। তবুও, কিছু সংখ্যক মানুষ বিচারপতির ইমপিচমেন্ট চাইছেন, যা দুঃখজনক। শনিবার, সিনেটের ভোটাভুটিতে ৫০-৪৮ ভোটের ব্যবধানে দেশের সর্বোচ্চ আদালতের সহযোগী বিচারপতি হিসেবে চূড়ান্ত হয় ব্রেট কাভানের নিয়োগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply