নীলফামারী করেসপনডেন্ট:
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ যখন শীতার্তদের মাঝে কম্বল, শীতবস্ত্র বিতরণ করছে তখন বিএনপি কই? তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপিকে তখনই খুঁজে পাওয়া যায় যখন পেট্রোল বোমা মারা হয়।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় জাতীয় পার্টিরও সমালোচনা করেন তিনি। বলেন, জাতীয় পার্টি কই, তাদেরও তো খুঁজে পাওয়া যায় না। তারা এখন রওশন এরশাদ আর জিএম কাদের এই দুই জনকে নিয়েই ব্যস্ত আছেন।
হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। আরে নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে তো বহু আগে কালো পতাকা দেখিয়েছে জনগণ। তারা বিদেশীদের কাছে ধরণা দিয়েছিল কোনো লাভ হয় নাই। বিদেশিরা তাদের লাল পতাকা দেখিয়ে দিয়েছে।
বক্তব্য শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণও করেন হাছান মাহমুদ।
/এএস
Leave a reply