জিম্মিদের উদ্ধারে কাতারের ওপর চাপ বৃদ্ধি করবে ইসরায়েল। শনিবার (২৭ জানুয়ারি) এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
তিনি আবারও কাতারের বিরুদ্ধে হামাসকে অর্থায়নের অভিযোগ তোলেন। বলেন, কাতারের সম্পর্কে যা বলেছি, তার একটি শব্দও ফিরিয়ে নেবো না। জিম্মিদের মুক্ত করার কোনো সুযোগই হাতছাড়া করতে চাই না।
নেতানিয়াহু আরও বলেন, হামাসের ওপর চাপ তৈরি করতে পারে, এমন যেকোনো পক্ষের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে। কাতার হামাসকে আশ্রয় দিয়েছে, অর্থায়ন করেছে। তাই তাদের ওপর আরও চাপ বাড়াতে হবে। কাতার নিজেদের মধ্যস্ততাকারী বলছে। দয়া করে জিম্মিদের উদ্ধার করে তা প্রমাণ করুন।
/এএম
Leave a reply