সংখ্যা নয় সংসদে বিরোধী দল হওয়ার সক্ষমতাই গুরুত্বপূর্ণ: চুন্নু

|

আবারও প্রমাণিত হলো সংখ্যা নয় সংসদে বিরোধী দল হওয়ার সক্ষমতাই গুরুত্বপূর্ণ। দলীয় বিবেচনায় জাতীয় পার্টিকে সংসদে বিরোধী দল করায় স্পিকারের সিদ্ধান্ত যথার্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান’র কার্যালয়ে এসব কথা বলেন পার্টি মহাসচিব।

মুজিবুল হক চুন্নু বলেন, পার্লামেন্টে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধীদল। মিস্পকার যে দায়িত্ব দিয়েছেন, যথার্থ স্বীকৃুতি দিয়েছন। আগামীতে আমার মনে হয় পার্লামেন্টের প্রক্রিয়ায় এটিই আসবে, সংখ্যা বড় নয়, সংসদে কারা বিরোধী দল সেটিই গুরুতক্বপূর্ণ। স্পিকারের সিদ্ধান্ত নজির হিসেবে কাজ করবে।

তিনি বলেন, বিরোধীদল হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করার সুযোগ এসেছে। আগের সমালোচনাগুলো যাতে আর ব্যবহার না হয়, সে লক্ষ্যে কাজ করবো।
জাতীয় পার্টি সংসদীয় দল ঐক্যবদ্ধ আছে। যারা দলের সামে কমিটি করছে তারা দলের কেউ না। তাদের কথায় অস্বস্তি প্রকাশের কোনো কারণ নেই।

চুন্নু বলেন, রওশন এরশাদকে পুঁজি করে স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে কয়েকজন। তারা দলের কেউ নয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply