ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়ালো ২৬ হাজার ৪ শ’। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আরও দেড় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৯০ জন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসে এখনও চালানো হচ্ছে ভয়াবহ তাণ্ডব। রাতভর গুলিবর্ষণ আর বোমার বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। আল শিফা, আল নাসেরসহ প্রায় সব হাসপাতালেই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হচ্ছে শরণার্থী শিবিরগুলোতেও।
এদিকে তেল আবিবের বিমান হামলায় উত্তর গাজায় অন্তত ৩০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ফিলিস্তিতি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া, খান ইউনিসে ইসরায়েলি সেনাদের নৃশংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।
অপরদিকে, হামাসের আকস্মিক আক্রমণে ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আকস্মিক এই হামলায় জিম্মি করা হয় ২৪০ জন ইসরায়েলিকে।
\এআই/
Leave a reply