চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল এক ফরম্যাটে সুপার সিক্সের সূচি ঘোষণা করেছে আইসিসি। এবারের সুপার সিক্সে থাকছে গ্রুপিং সিস্টেম। প্রথাগত ছয় দল নয় বরং বারো দল নিয়ে হবে বিশ্বকাপের সুপার সিক্স। পয়েন্টের হিসেবেও আছে নতুন নিয়ম।
দলগুলোর কাছে আগেই হিসেব চলে গেলেও আজই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। এবারের সুপার সিক্সে ছয় দলের একেক গ্রুপে প্রতিটি দল ম্যাচ খেলবে দুটি করে। এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল পাবে সেমিফাইনাল খেলার সুযোগ।
এবারের ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল পাবে সুপার সিক্স পর্বের টিকেট। সেখানে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো থাকবে একটি গ্রুপে। আরেক গ্রুপে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো। এই পর্বে নিজ গ্রুপ বাদ দিয়ে অন্য গ্রুপের দুই দলের বিপক্ষে খেলবে দলগুলো। এমনকি প্রতিপক্ষ গ্রুপের সমপর্যায়ের দলের বিপক্ষেও খেলতে হবে না তাদের।
অন্যদিকে, বাংলাদেশের দুই ম্যাচ নেপাল ও পাকিস্তানের বিপক্ষে। ৩১ জানুয়ারি প্রতিপক্ষ নেপাল আর ৩ ফেব্রুয়ারি প্রতিপক্ষ পাকিস্তান।
/এএম
Leave a reply