খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাফর নামের অভিযুক্ত ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার থানা টিলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডে অভিযানে যান তারা। সেখানে সরেজমিনে গিয়ে পাহাড় কাটার সত্যতা পান। পরে খোঁজ নিয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইনে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা ও একইসাথে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

পরে তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করে সতর্ক করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। জানা যায়, পাহাড়ের কেটে কৃষিট জমির মাটি ভরাট করছিলেন অভিযুক্ত জাফর। পাহাড় কাটার দায় স্বীকারও করেছেন তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply