ভারতসহ পর্যটন সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলনে।
আগামী সপ্তাহে এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক হবে বলে জানান বিমান ও পর্যটনমন্ত্রী। ভারতের হাইকমিশনারও বললেন এ নিয়ে আলোচনা করা হবে।
ফারুক খান জানিয়েছেন, ভারতে প্রতিদিন ফ্লাইট চলাচল আরও বৃদ্ধি ও ভিসা প্রক্রিয়া সহজ করা নিয়ে আজ প্রণব ভার্মার সাথে আলোচনা হয়েছে। এছাড়া, দুই দেশের পর্যটন, অর্থনীতির বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, মন্ত্রণালয়ের কার্যক্রম, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ফারুক খান। মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের পাশাপাশি নতুন প্রকল্প নিয়েও কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।
/এমএন
Leave a reply