জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পূজার অনুমতি বারানসি আদালতের

|

জ্ঞানবাপী মসজিদ। ছবি: গেটি ইমেজ।

ভারতের জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পূজা করার অনুমতি দিয়েছে বারানসি আদালত। বুধবার (৩১ জানুয়ারি) দেয়া রায়ে বলা হয় মসজিদের ভেতর একটি নির্দিষ্ট অংশে ধর্মীয় রীতি পালন করতে পারবেন হিন্দু ধর্মের অনুসারীরা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে জেলা প্রশাসনকে এ ইস্যুতে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। মন্দিরের ওপর প্রাচীন এই মসজিদ নির্মিত হয়েছে বলে হিন্দুদের দাবির পর মসজিদটির বেসমেন্ট সিলগালা করার নির্দেশ দেয়া হয়।

পিটিশনের শুনানি শেষে, মসজিদের বেসমেন্টে পূজার অনুমতি দেয়া হয়। মসজিদে বসানো প্রতিবন্ধকতা অপসারণ এবং হিন্দুদের উপাসনার ব্যবস্থা করতেও নির্দেশ দেয় আদালত।

গেল বছর, অন্তত ৪শ বছরের পুরনো মসজিদটিতে প্রত্নতাত্ত্বিক জরিপ চালানোর অনুমতি দেয় আদালত। বিখ্যাত এ মসজিদটি মন্দিরের ওপর তৈরি করা হয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে হিন্দুত্ববাদী একটি সংগঠন।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply