রাশিয়া-ইউক্রেন ৪ শতাধিক বন্দি বিনিময়

|

বন্দি বিনিময়ের পর দেশটির জাতীয় পতাকা ধরে চুম্বন করতে দেখা যাচ্ছে ইউক্রেনের এক সৈন্যকে।

ইউক্রেনের হামলায় রুশ বিমান বিধ্বস্তের পর প্রথমবারের মতো বন্দি বিনিময় করলো দুদেশ। বুধবার (৩১ জানুয়ারি) মুক্তি পায় দুই দেশের ৪ শতাধিক বন্দি। জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।

১৯৫ সেনা মুক্তির খবর জানিয়েছে মস্কো। ২০৭ ইউক্রেনীয় দেশে ফেরার খবর জানান দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ছাড়া পাওয়াদের তালিকায় আছে ন্যাশনাল গার্ড সদস্য, সীমান্তরক্ষী ও পুলিশ কর্মকর্তা। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ তৎপরতা বলে জানা যায়।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৫০ বার বন্দি বিনিময় হলো দুদেশের মধ্যে। সবচেয়ে বেশি ৪৭৮ জন করে বন্দি মুক্তি পায় গত ৩ জানুয়ারি। গত সপ্তাহে ৬৫ ইউক্রেনীয় বন্দিকে মুক্তির উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিলো রুশ বিমান। কিয়েভের হামলায় বিধ্বস্ত হয় সেটি। জেলেনস্কি প্রশাসনের দাবি, বন্দি পরিবহনের কথা জানায়নি মস্কো।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply