মূল্যস্ফীতি সামাল দিতে সুদ হার ১২.৪৩ শতাংশ

|

মূল্যস্ফীতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া সুদহার বাড়ানোর পদক্ষেপ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক, ফেব্রুয়ারির জন্য ঋণের সুদহার নির্ধারণ করেছে ১২ দশমিক চার তিন শতাংশ। জানুয়ারির চেয়ে দশমিক ৫৪ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে এই হার নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে কিছুটা বাড়িয়ে ভোক্তা ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে তের শতাংশ।

যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘স্মার্ট’ বা সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। নিয়ম অনুযায়ী, জানুয়ারি মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক সাত পাচ শতাংশ হারে সুদ যোগ করে ফেব্রুয়ারি মাসে ঋণ বিতরণ করতে পারবে ব্যাংকগুলো।

অন্যদিকে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ৫ দশমিক সাত পাচ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৪৭০ কোটি ডলার ঋণের অন্যতম শর্ত ছিল সুদহার বাজারভিত্তিক করা। সেই শর্তের কারণে সুদহার বাজারভিত্তিক করতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply