কেনিয়ায় গ্যাস বিষ্ফোরণের আগুনে নিহত ৩ জন। এ ঘটনায় আহত কমপক্ষে ৩০০ জন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
স্থানীয় পুলিশের উদ্ধাতিতে জানানো হয়, নাইরোবির এম্বাকাসি এলাকায় মধ্যরাতের ঠিক আগে একটি গ্যাস রিফিল কোম্পানিতে আগুনের সূত্রপাত।
সরকারের মুখপাত্র আইজ্যাক মুওয়ারা জানান, ভবনটি আগে থেকেই ক্ষতিগ্রস্থ অবস্থায় ছিলো। দমকলকর্মীরা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেন ও আগুন নিয়ন্ত্রণ করেন বলে জানান স্থানীয় এক কর্মকর্তা।
বনিফেস সিফুনা নামক এক ব্যাক্তি ঘটনাস্থল থেকে পালানোর সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে তার কাঁধে আগুন ধরে আহত হন।
\এআই/
Leave a reply