নৌকা যা, ট্রাকও তা, ঈগল মার্কাও তাই: মান্না

|

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন আম গাছ যা, জাম গাছ যা, ডাব গাছও তাই। নৌকা যা, ট্রাকও তা, ঈগল মার্কাও তাই।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। আরও বলেন, এই যে ৭ তারিখে (৭ জানুয়ারি) এটা কি ভোট? সেদিন ঢাকা মহানগরের কোথাও ভোটার ছিল না, সারাদেশে খোঁজ নেন কোথাও ভোটার ছিল না। আওয়ামী লীগ কত বড় চুরি-ডাকাতি করেছে, নিজেরা তা জানে। এতবড় ফোরটোয়েন্টি ভোট করে কি টিকে থাকা যাবে?

সরকারের বুক শুকিয়ে গেছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত আন্দোলন থামবে না। তাদেরকে দীর্ঘদিন রাজত্ব করতে দেয়া হবে না।

এই কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, এবারের সংসদ হাস্যরস ও চা বিস্কুট খাওয়ার সংসদ। বিএনপির আন্দোলনে ভাটা পড়েনি; আন্দোলন চলছে, চলবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply