বইমেলা: ছুটির দিনে জমে উঠেছে শিশু প্রহর

|

চলছে অমর একুশে বইমেলা ২০২৪।শুক্রবার (২ ফেব্রুয়ারি) বইমেলার ২য় দিনেই প্রথম ছুটির দিন। আর বইমেলায় ছুটির দিন মানেই শিশু কিশোরদের জন্য থাকে ‘শিশু প্রহর’। সকালেই উদ্ভোদন করা হয় শিশু প্রহরের।

এদিন সকালেই শিশু প্রহরের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। হালুম, টুকটুকি, ইকরি আর শিকুর নাচ, গান মুগ্ধ করে সোনামনিদের। টিভির চরিত্রগুলো বাস্তবে ধরা দেয়ায় আনন্দে তারা মেতে ওঠে।

শুধু খেলাধুলাই নয়, ক্ষুদে পাঠকদের সাথে কথাও বলেছে সিসিমপুরের চরিত্ররা। শিশু চত্বরে সিসিমপুর পর্ব শেষে ছিল ছবি আঁকার পর্ব।

উল্লেখ্য, ছুটির দিনগুলোতে শিশু প্রহর চলবে সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।

এসময় উছ্বসিত শিশুরা তাদের অনুভূতি প্রকাশ করে। তাদের চোখেমুখে ছিলো আনন্দের ছাপ। হালুম, টুকটুকি, ইকরি আর শিকুকে সামনে থেকে দেখে তাদের তারা নিজেদের অন্য এক জগতে আবিষ্কার করছিলো। শিশু প্রহরে গানে গানে শিশুরা কীভাবে নিরাপদে খেলাধুলা করবে সে নির্দেশনাও দেয়া হয়।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply