বিএনপি এখন কোন আশায় বসে থাকবে প্রশ্ন ওবায়দুল কাদেরের

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার অঙ্গীকার করেছেন, এখন বিএনপি কী বলবে, কোন আশায় বসে থাকবে? এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপির সাথে জনগণও নেই, বিদেশিরাও নেই।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় কাদের বলেন, প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশের সাথে একযোগে কাজ করার কথা বলেছেন। অর্থনৈতিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। পশ্চিমা বিশ্বসহ অনেক দেশ এরইমধ্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচনে একটা পক্ষ বিরোধিতা করেছিল। তারা নির্বাচন প্রতিহত করার জন্য নানা অপকর্মও চালিয়েছে। তবে এতে কোনো সুফল আসেনি। এরপর তারা আশায় ছিল যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা করবে এবং নিষেধাজ্ঞা দেবে। এসব স্বপ্ন দেখতে দেখতে তাদের মাস পার হয়ে যাচ্ছে। এখন বাইডেনের চিঠির পর বিএনপিকে প্রশ্ন করি আপনারা কী বলবেন? কে আপনাদের সহযোগিতা করবে।

/এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply