নিরাপত্তা ঘাটতিতে প্রায় ফাঁকা চট্টগ্রামের টাইগারপাস রেলওয়ের স্টাফ কোয়ার্টার

|

দিনের পর দিন চট্টগ্রামে পরিত্যক্ত রেলওয়ের স্টাফ কোয়ার্টার। কলোনির ১৯টি ভবনই ফাঁকা। অতিরিক্ত ভাড়া, নিরাপত্তা ও সুযোগ-সুবিধার ঘাটতি এবং বহিরাগতদের উৎপাতের কারণে কেউ থাকতে নারাজ। অবশ্য এ বিষয়ে কর্তৃপক্ষ নির্বিকার।

চট্টগ্রামে টাইগারপাস রেলওয়ে কলোনির স্টাফ কোয়ার্টারে এক সময় বাসা বরাদ্দ নিতে মরিয়া থাকতেন রেলের কর্মকর্তা, কর্মচারীরা। এখন বছরের পর বছর খালি পড়ে থাকলেও কেউ ফিরে তাকান না।

কলোনির ভেতরে অন্তত ১৩টি ভবনের কয়েকশো বাসা ঘুরে দেখা গেছে সেখানে বর্তমানে হাতেগোনা কয়েক পরিবারের বসবাস। অভিযোগ রয়েছে, অতিরিক্ত বাসা ভাড়া, নিরাপত্তা ঘাটতি এবং বহিরাগতদের উৎপাতে বাসা ছেড়ে দেন সবাই।

এছাড়া পানি সংকট, বর্ষায় ভবনের সামনে জলাবদ্ধতা, সর্বোপরি পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে স্টাফ কোয়ার্টারে থাকতে নারাজ কর্মকর্তা কর্মচারীরা।

আবাসন সংকট নিরসনে কলোনির সব ভবন সংস্কার করে বসবাস উপযোগী করার আশ্বাস কর্তৃপক্ষের।

কেউ না থাকায় রেল কলোনির প্রায় সব ভবন অনেকটা পরিত্যাক্ত। বাসার দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply