রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক ঘুমধুম সীমান্ত

|

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সোমবার সন্ধ্যার পর থেকে তুমুল সংঘর্ষ চলছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে দেশটির বর্ডার পুলিশ। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও র‍্যাব।

ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সীমান্ত একবারেই কাছে। তাই কিছুক্ষণ পরপরই গুলি আর মর্টারের শব্দ শোনা যাচ্ছে। এ কারণেই সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব। সীমান্তের পাশে যে বিজিবি চেকপোষ্ট রয়েছে সেটি বাশ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ২০১৭ সাথে এই সীমান্ত দিয়েই রোহিঙ্গাদের একটি ঢল বাংলাদেশে প্রবেশ করে।

এদিকে, মিয়ানমার থেকে ছোঁড়া আরেকটি মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় পড়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঘুমধুমের একটি বাড়ির বাগানে পড়ে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে, সোমবার মিয়ানমারের ছোঁড়া মর্টারশেলের আঘাতে ঘুমধুমে দুইজনের প্রাণহানি ঘটে।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ঢেঁকিবুনিয়া থেকে মর্টারশেলটি নিক্ষেপ করা হয়েছে। এটি দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে ছোঁড়া হয়ে থাকতে পারে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply