টাঙ্গাইলের তাঁতের শাড়ি: জিআই স্বীকৃতির চূড়ান্ত প্রস্তুতি চলছে

|

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি দিতে আনুষ্ঠানিকতা চলছে। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরে। এরপরই সর্বসাধারণের মতামত চাওয়া হয়।

অধিদফতরে পরিচালক আলেয়া খাতুন জানিয়েছেন, স্বীকৃতি সংক্রান্ত একটি প্রাথমিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে ২ মাসের মধ্যে মতামত দেয়া যাবে। এসব মতামত পর্যালোচনা করে স্বীকৃতি প্রদানের চূড়ান্ত ঘোষণা আসবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত, ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস।’

এমন কাণ্ডে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও শিল্প মন্ত্রণালয়। দ্রুত প্রয়োজনীয় প্রমাণাদি পাঠাতে অধিদফতর থেকে জেলা প্রশাসনের কাছে নির্দেশনা পাঠানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply