সড়ক পরিবহন আইন সংস্কার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

|

সড়ক পরিবহন আইন সংস্কার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা।

সকালে সিলেটে ৮ দফা দাবিতে কদমতলী বাস টার্মিনালে মানববন্ধন করা হয়। এতে শ্রমিক নেতারা অভিযোগ করেন, সড়ক পরিবহন আইন-২০১৮ তে শ্রমিক অধিকার উপেক্ষিত হয়েছে। শ্রমিকদের স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবি জানান তারা।

একই দাবিতে মানববন্ধন হয়েছে যশোরেও। শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে বক্তারা বলেন, শুধু আইন করে সড়ক দুর্ঘটনা রোধ করা যায় না, দুর্ঘটনা রোধে সাধারণ মানুষকেও সচেতন হওয়া প্রয়োজন।

সড়ক পরিবহন আইনে শ্রমিক স্বার্থ বিরোধী ধারাগুলো বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। এসময় শ্রমিকরা ৮দফা দাবি পুরণে সরকারকে অনুরোধ জানায়।

সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুরেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply