ড্র’র ফাঁদে আর্জেন্টিনা, জিতেছে ব্রাজিল

|

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক ফুটবলে লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্ব চলছে। আগের ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে থাকা ব্রাজিল দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে এ ম্যাচে। অন্যদিকে ড্র যেনো পিছুই ছাড়ছেনা আর্জেন্টিনার। প্রথম ম্যাচের পর গ্রুপের দ্বিতীয় ম্যাচেও ড্র করলো আলবিসেলেস্তেরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত হয় ম্যাচ দুটি। যেখানে প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। আর পরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

এদিন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে ম্যাচের ৩ মিনিটেই সোলারির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৪২ মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরান দিয়াগো গোমেজ। ১-১ ড্র নিয়ে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেমে দুদলই সমানে সমান লড়াই করতে থাকে। তবে, ৭০ মিনিটে নুনেজের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৮৪ মিনিটে থিয়াগো আলমাদার পেনাল্টিতে দ্বিতীয়বারের মতো ম্যাচে ফেরে আর্জেন্টিনা।

তবে ম্যাচে নাটকীয়তা আসে ৯০তম মিনিটে। এনজো গনসালেসের চমৎকার এক গোলে হারের শঙ্কায় পরে আকাশী-নীল শিবির। কিন্তু অতিরিক্ত সময়ের ৭ মিনিটে ফেদেরিকো আর্জেন্টাইন রিদোনদোর গোলে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাচেরানোর দল।

একই মাঠে অনুষ্ঠিত পরের ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলার মুখোমুখি হয় ব্রাজিল। প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মরিসিওর গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরবর্তী ১০ মিনিটের মধ্যে ডেভিড বলিভারের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা।

নির্ধারিত সময়ের ২ মিনিট আগে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান গিলের্মে বিরো। এনদ্রিকের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে করা বিরোর ওই গোলেই ২-১ ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

প্রসঙ্গত, টেবিলের শীর্ষ দুটি দল সরাসরি খেলার সুযোগ পাবে প্যারিস অলিম্পিকে। ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে প্যারাগুয়ে। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। আগামী ১১ ফেব্রুয়ারি সুপার ক্লাসিকোতে নির্ধারিত হবে কারা যাবে প্যারিসে।

/এমএইচআর/এমএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply