সারাদেশ ডেস্ক:
২০২৩ সালে চা উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। পুরো বছরে দেশের ১৬৮টি বাগানে ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
মূলত, দেশে কয়েক বছর ধরেই চায়ের উৎপাদন বাড়ছে। গত বছরেও উৎপাদন বৃদ্ধির এ ধারাবাহিকতা বজায় ছিল। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাগান সম্প্রসারণ, নতুন বিনিয়োগ ও বাগান উন্নয়নে মালিকদের বিভিন্ন পদক্ষেপে এসেছে এমন সফলতা।
তবে বাগান মালিকদের অভিযোগ, চায়ের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেলেও কাঙ্খিত দাম মিলছে না। একাধিকজন বলেন, ফ্যাক্টরি পরিচালনায় আমাদের অনেক খরচ হয়েছে। যার ফলশ্রুতিতে আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যেসব চা নিলামে পাঠানো হয়, তা বাজারে এলে দেখা যায় দাম দুই-তিন গুণ বেড়েছে। তাতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন।
তাদের এ অভিযোগের প্রেক্ষিতে ভালো দাম পেতে আরও মানসম্পন্ন চা উৎপাদনের তাগিদ দিলেন বাংলাদেশ চা সংসদের সিলেট অঞ্চলের সভাপতি জি এম শিবলী বলেন, ভালোমানের চায়ে ভালো দাম পাচ্ছে। যাদের ফ্যাক্টরি ছোট, তারা মান নিয়ন্ত্রণ করতে পারছে না, লোকসানে আছে বেশিরভাগই।
উল্লেখ্য, বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে সিলেটের মালিনীছড়ায়। তবে মোট উৎপাদনের প্রায় ৭০ ভাগ চা আসে মৌলভীবাজারের ৯০টি বাগান থেকে।
/এমএন
Leave a reply