দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দাবি করে জয়ের ঘোষণা নওয়াজ শরীফের

|

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের পর এখনও সব আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত ২২৫টি আসনের বেসরকারি ফল ঘোষিত হয়েছে। প্রাপ্ত ফলে, ৯১টি আসনে জিতে প্রথম অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। যাদের অধিকাংশই ইমরান খান সমর্থিত পিটিআইয়ের প্রার্থী। আর ৬৪ আসনে জয়ী নওয়াজ শরীফের দল রয়েছে দ্বিতীয় অবস্থানে।

এদিকে, পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই বিজয়ের ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর লাহোরে দেয়া ভাষণে, তার দল সবচেয়ে বেশি আসন পেয়েছে বলে দাবি করেন নওয়াজ। তবে, তা সরকার গঠনের জন্য যথেষ্ট নয় উল্লেখ করে সব দলকে একত্রিত হওয়ার আহ্বানও জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য রাজনৈতিক দলের ম্যান্ডেটকে সম্মান করে তার দল। সব দলকে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনায় আমন্ত্রণ জানাবেন বলেও ভাষণে উল্লেখ করেন নওয়াজ শরীফ।

তিনি বলেন, পিএমএলএন-সবচেয়ে বেশি আসন পেয়েছে। তবে তা একক সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। আমি দেশের জন্য কাজ করতে চাই। দেশকে এর আগেও দুর্দশা থেকে উঠিয়ে এনেছি। আবারও তাতে সফল হবো আমরা। সবাইকে বলবো-আসুন, বসুন আমাদের সাথে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply