‘প্রতিবন্ধীদের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে’

|

প্রতিবন্ধীদের জন্য কেবল চাকরি মেলা নয়, তাদের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে। তারা উদ্যোক্তা হলে আরও অনেক মানুষ চাকরির সুযোগ পাবে, এ কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রতিবন্ধী ব্যক্তির জন্য আয়োজিত চাকরির মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মেলায় আইসিটিভিত্তিক ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রতিবন্ধীদের জন্য চাকরির ব্যবস্থা করতে সকল মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক। বলেন, স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। জীবনসেবা সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গভর্নমেন্ট ব্রেইন তৈরি করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply