ছুটির দিনে বৃষ্টি মাথায় নিয়েও ৫ শতাংশ কোটার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। গত বেশ কিছুদিন ধরেই শাহবাগ মোড়ে অবস্থানে আছেন তারা। আবহাওয়া খারাপ থাকা স্বত্বেও আজ শুক্রবার ছুটির দিনেও অবস্থান কর্মসূচি বহাল রেখেছে প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। অবস্থানের কারণে এলাকায় যানবাহন চলাচল সীমিত হয়ে পরে। বিপাকে পড়েন যাত্রীরা।
এসময় যাত্রীরা বলেন, সরকারের উচিৎ প্রতিবন্ধীদের জন্য কোটা ফিরিয়ে আনা। তবে সড়ক অবরোধ না করে অন্য উপায়ে আন্দোলনের আহ্বান জানান ভুক্তভোগী যাত্রীরা।
প্রতিবন্ধি শিক্ষার্থীরা বলছেন, অধিকার রক্ষা ও সুরক্ষা আইনে কোটার কথা বলা থাকলেও সরকার বাতিল করে আইন অমান্য করেছে।
Leave a reply