মেক্সিকোর মনটেরারি শহরে নির্মাণাধীন একটি শপিং মল ধসে প্রাণ গেছে অন্তত ৭ জনের। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনায় ঘটে। এ ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থার বরাত দিয়ে জানানো হয়, ধ্বংসস্তুপের নীচ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে কাজ করছেন প্রায় ১০০ জরুরী উদ্ধারকর্মী।
প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, নিহতদের প্রায় সবাই নির্মাণাধীন ভবনটির শ্রমিক। জীবিত উদ্ধার হওয়াদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ভবনটিতে কর্মরত ছিলেন অন্তত ২৫ জন শ্রমিক।
গত জুলাই মাসেই দেশটির রাজধানীতে উদ্বোধন হওয়া নতুন একটি শপিং মলের একাংশ ভেঙ্গে পড়ে। ওই ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি।
Leave a reply