প্রতিদিনের গ্যাসের চাহিদা পূরণ করতে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম প্রোডাকশন অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানিকে (বাপেক্স) কাজ করতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জানান, সরকার গ্যাসের চাহিদা পূরণ করতে চায়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পেট্রোবাংলায় এক সেমিনারে এ কথা জানান তিনি। বলেছেন, আমদানি করে গ্যাসের চাহিদা মেটানো সম্ভব নয়। তাই সবাইকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। সময়সীমার মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।
নসরুল হামিদ বলেন, স্মার্ট বাংলাদেশে সরকার মানুষকে অল্প খরচে চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করতে চায়। দেশের উন্নয়নে জ্বালানিকে নিরবিচ্ছিন্ন রাখতে হবে।
এতে জ্বালানি সচিব মো. নূরুল আলম বলেন, ৪৮টি কূপের পর ২০২৬ সাল থেকে ১০০ কূপ খননের পরিকল্পনা হাতে নেয়া হবে।
/এমএন
Leave a reply