বাবেল মান্দেব’এ হামলার শিকার হলো ব্রিটিশ জাহাজ। রোববার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে এ তথ্য। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্য আমেরিকার দেশ বেলিজের পতাকাবাহী ব্রিটেনের নিবন্ধনকৃত কার্গো জাহাজটি হামলার শিকার হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে বুলগেরিয়ার দিকে যাচ্ছিলো জাহাজটি। সেসময় ইয়েমেন উপকূল থেকে ছোড়া একটি মিসাইল আঘাত করে এতে।
মূলত, ইয়েমেনের মুখা অঞ্চল থেকে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণে ছিল জাহাজটির অবস্থান। হামলার পর বিস্ফোরণ হয় সেখানে। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। তবে এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে, গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।
\এআই/
Leave a reply