সব জিআই পণ্যের তালিকা করতে হাইকোর্টের নির্দেশ

|

জিআই স্বীকৃতি পেতে পারে, বাংলাদেশের এমন সব পণ্যের তালিকা তৈরির নির্দেশ দিলেন হাইকোর্ট। একইসাথে দেশ ও বিদেশে কতগুলো বাংলাদেশি পণ্য জিআই হিসেবে রেজিস্টার্ড- তার তালিকা দিতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত বেঞ্চ বসে। রিট শুনানি শেষে এক মাসের মধ্যে এ তালিকা প্রতিবেদন আকারে জমার নির্দেশ দেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে জিআই পন্যর তালিকা ও সংরক্ষণ ব্যর্থতা কেন অবৈধ হবে না, জানতে চেয়েও রুল জারি করেন হাইকোর্ট।

শুনানিতে আইনজীবী বলেন, ১৯৯৫ সালে ট্রিপস এগ্রিমেন্ট হওয়ার ১৮ বছর পর আইন হয় বাংলাদেশে। সেখানে মাত্র ২১টি পণ্য তালিকাভুক্ত করা হয়। অথচ দেশে প্রায় হাজারখানেক তাঁত শিল্পসহ অন্যান্য পণ্য আছে। যেগুলোর রেজিষ্ট্রেশন এবং সংরক্ষণ নেই। সব মন্ত্রণালয়ের সমন্বয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সব পণ্যের তালিকা এবং জিআই সংরক্ষণ চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply