একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধার পরপরই শ্রদ্ধা জানান তিনি।
এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এছাড়া দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও দলের চেয়ারম্যানের সাথে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবে দাড়িয়েও থাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের চত্বরের সড়কে আঁকা হয়েছে আলপনা। দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ঘটনাপ্রবাহ। দিনটি হয়ে উঠেছে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের মাতৃভাষা রক্ষার দিন হিসেবে। মাতৃভাষার চর্চা বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম।
\এআই/
Leave a reply