স্বতন্ত্র পরিচয়ে বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নেবে: কাদের

|

তৃণমূলে অস্তিত্বের বিষয় আছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদের বলেছেন, আন্দোলনে তাদের ভুল আছে। নির্বাচন বয়কটও তাদের বড় ভুল। এক সময় এটা তারা উপলব্ধি করবে। উপজেলা নির্বাচন নিয়েও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। যেহেতু দলীয় প্রতিক নেই, স্বতন্ত্র পরিচয়ে বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনবে। দেশে একটা নির্বাচন হয়েছে, তারা নির্বাচনে অংশ নেয়নি। আন্দোলনের নামে সন্ত্রাসের মহড়া দিয়েছে। আন্দোলনের নামে তাদের ভূমিকা কতটা ভয়াবহ হতে পারে বিএনপি দেখিয়েছে।

তাদের এখনকার আন্দোলনের অর্থ আ. লীগ সরকার বুঝতে পেড়েছে জানিয়ে তিনি আরও বলেন, জনগনের সম্পৃক্ততা ছিলোনা বলেই বিএনপির অতীতের আন্দোলন ব্যর্থ হয়েছে। বিশ্বে মন্দা পরিস্থিতির কারণে বর্তমান অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়েছে। তার জন্য আমরা দায়ী না। জিনিসপত্রের দাম বাড়লেও দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে সরকার তৎপর আছেন বলেও জানান তিনি।

বিএনপিকে ব্যবসায়ী সরকার আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা যা, সবাইকে তারা তাই ভাবে। আওয়ামী লীগ ব্যবসা করতে ক্ষমতায় আসেনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হাল ছেড়ে দিয়েছে এটা ভাবার সুযোগ নেই। দ্রব্যমূল্য নিয়ে কোনো অশুভ শক্তির নিয়ন্ত্রণ সরকার কোনো অবস্থাতেই ছাড় দেবে না। দ্রব্যমূল্য নিয়ে কোনো সিন্ডিকেটকেও সমর্থন করে না সরকার। অবৈধ মজুদদার, ও সিন্ডিকেটকে বিএনপিই পৃষ্ঠপোষকতা করছে। এটা তাদের পুরনো অভ্যাস।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং হতো। তারা পাঁচ বছরে ৯ বার বিদ্যুতের দাম বাডিয়েছে। আমরা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছি। বিদ্যুতে সরকারকে যথেষ্ট ভর্তুকি দিতে হয়েছে। সে ভর্তুকি কমাতে চাই। সে কারণে সমন্বয় জরুরী, বিদ্যুৎ সুবিধা বজায় রাখার জন্যই সমন্বয় দরকার বলেও এ সময় জানান তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply