স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা হয়। ১৪ তলা বিল্ডিংয়ে আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটির আচ্ছাদনের উপাদানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও পুরো ভবনই ভস্মীভূত হয়েছে।
আবাসিক ভবনটিতে মোট ১৩৮টি ফ্ল্যাট ছিলো। যাতে বসবাস করতেন ৪শ’র বেশি বাসিন্দা। কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
\এআই/
Leave a reply