আজ ইসরায়েল-হামাস যুদ্ধের ১৪১তম দিন। গাজার মধ্যাঞ্চল দেইর-আল-বালাহ’তে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বহর। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বেসামরিকদের বাড়িঘর। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতভর চালানো হামলায় দেইর-আল-বালাহ’য় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। সেই সাথে আহত হয়েছে কমপক্ষে শতাধিক ফিলিস্তিনি। এরমধ্যে অর্ধশতাধিকের অবস্থাই সংকটাপন্ন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গেলো শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার ৬টা পর্যন্ত, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১শ’ ফিলিস্তিনি। এ নিয়ে উপত্যকাটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজার মানুষের; প্রাণহানি আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। দাবি, এখনও ধ্বংসস্তূপের নীচে আটকা অনেকে।
\এআই/
Leave a reply