রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জয় হবেই। আর তা নিশ্চিতেই শক্ত প্রতিরোধ চালিয়ে যাবে ইউক্রেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) মস্কো-কিয়েভ লড়াইয়ের দুই বছর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
জেলেনস্কি বলেন, যে কোনো সুস্থ মানুষ যুদ্ধের শেষ চাইবে। আমরাও চাই শেষ হোক যুদ্ধ। তবে ইউক্রেনকে শেষ হতে দিবো না।সৃষ্টিকর্তার নির্ধারিত দিনে আমরা অবশ্যই জিতবো। আর সেই জয়কে ছিনিয়ে নিতেই চলবে এই যুদ্ধ।
তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় সাড়ে ৭শ’ দিন ধরে লড়াই করছি। যুদ্ধের ময়দানে যারা জীবন বাজি রেখে অভিযান চালিয়ে যাচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ।
\এআই/
Leave a reply