সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ আফিম গাছের চাষ করায় নূরুল ইসলাম (৪৫) নামে এক কৃষককে আটক করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নূরুল ইসলাম উপজেলার তেওতার পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার একটি ফসলের মাঠে ভুট্টাখেতের মাঝে ৬ শতাংশ জমিতে আফিম গাছের চাষ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করা হয়। এসময় আফিম গাছ আবাদের সত্যতা পাওয়া যায়। পরে সকালে জেলা পুলিশের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই কৃষককে আটক করা হয়। পরে ক্ষেত থেকে আফিম গাছ কেটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর রিপন নাগ জানান, কৃষক নূরুল ইসলামের ফসলের ক্ষেত থেকে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কাটা হয়েছে। এ ঘটনায় আটককৃত নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা আফিমের গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হবে বলেও জানান তিনি।
/এএস
Leave a reply